প্রধান পৃষ্ঠ
​​
রমনা মহর্ষি তখন অরুণাচল পাহাড়ের পাদদেশে বসবাস করতেন। ​বসবাস বললে ভুল হবে। রমনা এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরে বেড়াতেন, ঘর বলে কিছু ছিল না। নিজের ঘর ছেড়ে চলে এসেছেন। ঘর ছাড়া বেশ কয়েক মাস হয়েও গেছে। এখন যেখানে আছেন সেই জায়গাটির নাম তিরুভান্নামালাই। এমনি এক সময় রমনা মহর্ষির এক কাকা ওঁনাকে একটি আম বাগানে খুঁজে পান। কাকার নাম ছিল নেল্লিয়াপ্পা আইয়ার। নেল্লিয়াপ্পা আইয়ার অনেক চেষ্টা করলেন নিজের ভাইপোকে সঙ্গে করে মাম্মাদুরাই, নিজের বাড়ি, ফিরিয়ে নিয়ে যাবেন। কিন্তু মহর্ষি কোনো সাড়াই দিলেন না। উঁনি এই অতিথির দিকে কোনো ধ্যানই দিলেন না। অগত্যা নেল্লিয়াপ্পা আইয়ার হতাশ হয়ে মাম্মাদুরাই ফিরে গেলেন। কিন্তু ফেরার পর এই বার্তাটি উনি আলাগাম্মাল, রমনা মহর্ষির মাতা, কে দিলেন। ​

মাতা, তাঁর প্রথমজাত পুত্র নাগস্বামী কে সঙ্গে নিয়ে, পরে তিরুভান্নামালাই গেলেন। রমনা সেই সময় অরুণাচল পাহাড়ের পূর্ব দিকে পাবালাক্কুনরু বলে এক জায়গায় থাকতেন।
​​
আলগাম্মালের চোখে অশ্রু। ছেলে কে ওনার সঙ্গে ফিরে আসতে অনুরোধ করলেন। কিন্তু মহর্ষির বাড়ি ফিরে যাওয়ার আর কোনো সম্ভাবনা ছিল না। ওঁনাকে কিছুতেই মানানো গেলো না, এপর্যন্ত কি ওঁনার মায়ের অশ্রুপাতেও ওঁনার মধ্যে কোনো বিচলন দেখা গেল না। একটি কথাও বললেন না। বেশ কিছুদিন ধরে ওঁনার মায়ের এই কষ্ট ওঁনার এক ভক্ত দেখছিলেন। উনি রমনাকে অনুরোধ করলেন যে কথা না বললেও উঁনি যা বলতে চান তা অন্তত লিখে জানিয়ে দেন। মহর্ষি তখন একটি কাগজের টুকরোয় ওঁনার মাতৃভাষা তামিলে লিখলেন যার ইংরাজি অনুবাদ হল:
​​
"The Ordainer controls the fate of souls in accordance with their past deeds. Whatever is destined not to happen will not happen, try how hard you may. Whatever is destined to happen will happen, do what you may to stop it. This is certain. The best course, therefore, is to remain silent."
​​
বাংলা তে এর অর্থ হল:
​​
নিয়ন্তা আত্মাগণের পূর্ব কর্মের ফল অনুযায়ী তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন। যা ঘটবেনা বলে নির্ধারিত তা ঘটবে না, তুমি যত চেষ্টাই কর না কেন। যা ঘটবে বলে নির্ধারিত তা ঘটবেই, তা আটকানোর জন্য তুমি যা কিছুই করো না কেন। এটি সুনিশ্চিত, সন্দেহাতীত, সত্য। স্থির থাকাই, তাই, হল শ্রেষ্ঠ কর্ম।
​​
রমনা মহর্ষি কে ওঁনার ভক্তরা "ভগবান" বলেও ডাকতেন। আমার জন্য উঁনি সাক্ষাৎ ভগবানই। ভগবানের মুখ থেকে নিঃসৃত উপরোক্ত এই শব্দ গুলি যদি কেও বুঝতে পারে তাহলে তার জীবন থেকে দুঃখ কষ্ট সব চলে যাবে। যাবে না? ভেবে দেখুন। সাক্ষাৎ ভগবান নিজে বলে গেছেন যে আপনার আর আমার শ্রেষ্ঠ কর্ম হল স্থীর থাকা। যা হওয়ার তা তো হয়েই এসেছে এবং হয়েই থাকবে। এতে আপনার আর আমার কি করার আছে? কি করার থাকতেই বা পারে? আপনার আর আমার একমাত্র কাজ হল স্থীর থাকা।